০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চৌহালীতে শতাধিক ভ্যান ও মটর সাইকেল নিয়ে জনসংযোগে মাহিন সরকার 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালীতে শতাধিক ভ্যান ও মটর সাইকেল  নিয়ে নিজ এলাকায় জনসংযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব মাহিন সরকার। বুধবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা কেআর পাইলট  মোড়ে ব্যাটারিচালিত এসব ভ্যান ও মটর সাইকেল নিয়ে উপস্থিত হন মাহিন সরকার । এসময় তার সঙ্গে থাকা কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে উপস্থিতি জানান দেন।
ভ্যান ও মটর সাইকেল শোভাযাত্রার সময়ে  তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে না আসতে পারলে গণতন্ত্রের বিজয় সূচিত হবে। জাতীয় নাগরিক পার্টি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা, নিবন্ধন বাতিল ঘোষণাসহ তাদের দলের নাম ও মার্কা নিয়ে বাংলাদেশে কেউ কোন ভাবে রাজনীতি করতে পারবে না।
মাহিন সরকার  বলেন, দেশের মানুষের প্রত্যাশা যাদের হাত ধরে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। দেশ গণতান্ত্রিক পরিবেশে উত্তোরণের সুযোগ পেয়েছে, সেই তরুণদের হাত ধরে দেশের মানুষ আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। সে যাত্রায় জাতীয় নাগরিক পার্টি কাজ শুরু করেছে।
নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা মনেকরি অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিতের ভেতর দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। তবে নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গণপরিষদ নির্বাচনের বাস্তবতা রয়েছে। দেশে ফ্যাসিবাদী, একনায়ক তান্ত্রিক, অগণতান্ত্রিক ও জনগণের অধিকার বঞ্চিত করার সংবিধান দিয়ে দেশের শাসন কাঠামো পরিচালিত হবে তা দেশের মানুষ চায় না। দেশের মানুষ নতুন সংবিধান প্রত্যাশা করে।
এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি’র জেলা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সরোয়ার হোসেন রাব্বি ও তামিম ইকবালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এরপর  শতাধিক ভ্যান ও মটর সাইকেলে নেতা কর্মীদের নিয়ে একটি শোভাযাত্রা  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। এদিকে  টাংগাইলেও গন অধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী নেতারা উপস্থিত ছিলেন।
বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১২:৫৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
১৩২ জন দেখেছেন

চৌহালীতে শতাধিক ভ্যান ও মটর সাইকেল নিয়ে জনসংযোগে মাহিন সরকার 

আপডেট : ১২:৫৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
সিরাজগঞ্জের চৌহালীতে শতাধিক ভ্যান ও মটর সাইকেল  নিয়ে নিজ এলাকায় জনসংযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব মাহিন সরকার। বুধবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা কেআর পাইলট  মোড়ে ব্যাটারিচালিত এসব ভ্যান ও মটর সাইকেল নিয়ে উপস্থিত হন মাহিন সরকার । এসময় তার সঙ্গে থাকা কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে উপস্থিতি জানান দেন।
ভ্যান ও মটর সাইকেল শোভাযাত্রার সময়ে  তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে না আসতে পারলে গণতন্ত্রের বিজয় সূচিত হবে। জাতীয় নাগরিক পার্টি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা, নিবন্ধন বাতিল ঘোষণাসহ তাদের দলের নাম ও মার্কা নিয়ে বাংলাদেশে কেউ কোন ভাবে রাজনীতি করতে পারবে না।
মাহিন সরকার  বলেন, দেশের মানুষের প্রত্যাশা যাদের হাত ধরে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। দেশ গণতান্ত্রিক পরিবেশে উত্তোরণের সুযোগ পেয়েছে, সেই তরুণদের হাত ধরে দেশের মানুষ আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। সে যাত্রায় জাতীয় নাগরিক পার্টি কাজ শুরু করেছে।
নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা মনেকরি অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিতের ভেতর দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। তবে নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গণপরিষদ নির্বাচনের বাস্তবতা রয়েছে। দেশে ফ্যাসিবাদী, একনায়ক তান্ত্রিক, অগণতান্ত্রিক ও জনগণের অধিকার বঞ্চিত করার সংবিধান দিয়ে দেশের শাসন কাঠামো পরিচালিত হবে তা দেশের মানুষ চায় না। দেশের মানুষ নতুন সংবিধান প্রত্যাশা করে।
এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি’র জেলা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সরোয়ার হোসেন রাব্বি ও তামিম ইকবালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এরপর  শতাধিক ভ্যান ও মটর সাইকেলে নেতা কর্মীদের নিয়ে একটি শোভাযাত্রা  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। এদিকে  টাংগাইলেও গন অধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী নেতারা উপস্থিত ছিলেন।
বাখ//আর