সৈয়দপুর মডেল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহী সৈয়দপুর মডেল স্কুলের প্রাক্তন শিক্ষাথীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী নানা আয়োজন ও কৈশোরের স্মৃতিচারণে আলোকশিখা ছড়িয়ে যাওয়া এই বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মিলনমেলায় ছিলো আলোচনা সভা, স্মৃতিচারণ, আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার (২ এপ্রিল) সৈয়দপুর মডেল স্কুল প্রাঙ্গনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত পূর্ণমিলনী অনুষ্ঠানে ২০১০ সাল থেকে ২০২৪ সালের প্রাক্তন শিক্ষাথীরা উপস্থিত থেকে স্কুল ক্যাম্পাস প্রাণবন্ত ও উৎসবমূখর করে তোলেন।
ব্যস্ত কর্মজীবনের ক্লান্তি ভুলে কৈশোরের বন্ধুদের সঙ্গে নতুন করে কাটানো সময় ক্যামেরাবন্দি করে রাখতে সবাই ছিলেন ব্যস্ত। স্কুল জীবনের গণ্ডি পার হওয়ার পর হারিয়ে যাওয়া বন্ধুত্বের কাছে পেয়ে সবাই আনন্দিত। এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেয়ার সুযোগে সবার সঙ্গে কুশল বিনিময় ও স্মৃতিচারণে কাটে পুনর্মিলনী অনুষ্ঠান।
পুরোনো দিনের স্মৃতিচারণসহ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন শিক্ষকরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষ ভাগে শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় আয়োজকদের। একই সঙ্গে যারা এবার নানা কারণে উপস্থিত থাকতে পারেনি তাদের সঙ্গে নিয়ে পরবর্তী পুনর্মিলনী উৎসব আয়োজন করার আশাবাদ ব্যক্ত করা হয়।
বাখ//আর