ফরিদপুরের নগরকান্দায় মালয়েশিয়া প্রবাসীকে অন্ডকোষ থেতলিয়ে হত্যার অভিযোগ

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরেন। গভীর রাতে তার বাড়িতে ডাকাত দল প্রবেশ করে বলে পরিবার ও স্থানীয়রা জানান। তবে কোনো মালামাল খোয়া যায়নি বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, গভীর রাতে দুইজন ডাকাত ঘরে প্রবেশ করে। এ সময় তার স্বামীর অন্ডকোষে তারা লোহার রড দিয়ে আঘাত করে চলে যায়। পরে গুরুত্বর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শনিবার ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গভীররাতে জামালের ঘরে দুই জন চোর বা ডাকাত ঢুকে তার অন্ডকোষে আঘাত করে হত্যা করে। তাকে হত্যার সময় ঘরে বাহিরে আরো লোকও থাকতে পারে। ঘটনাটি দুঃখজনক। আমরা গুরুত্ব দিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।