১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে দিনাজপুরে বিআরটিএর জোরালো অভিযান

মো. খাদেমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি
সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত দ্রুতগতি ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দিনাজপুর বিআরটিএ। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে আজ সকাল ১০টা ১৫ মিনিটে দিনাজপুর-রংপুর মহাসড়কের আনসার ক্লাব বটতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়লি। তাঁর সঙ্গে ছিলেন বিআরটিএ দিনাজপুরের সরকারি পরিচালক ইঞ্জিনিয়ার এটিএম ময়নুল হাসান, জেলা পুলিশ, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযানে মূলত যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, অযান্ত্রিক যান চলাচল বন্ধ এবং বাসে অতিরিক্ত যাত্রী ও অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়গুলো তদারকি করা হয়। সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬৬ ধারায় ১২টি মামলায় মোট ৯,৫০০ টাকা জরিমানা করা হয়। তবে অভিযানের মূল উদ্দেশ্য ছিল জরিমানা নয়, বরং জনসচেতনতা বৃদ্ধি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়লি বলেন, “আমাদের লক্ষ্য শুধু জরিমানা নয়, বরং জনগণকে বোঝানো—জীবনের চেয়ে সময়ের মূল্য কম। সচেতনতা বাড়লেই দুর্ঘটনা কমবে। জনগণের মাঝে এই বার্তাটি আমরা জোর দিয়ে তুলে ধরছি।”
বিআরটিএর সহকারি-পরিচালক ইঞ্জিনিয়ার এটিএম ময়নুল হাসান জানান,“গাড়ির অতিরিক্ত গতি কোনোভাবেই মঙ্গলজনক নয়। আমরা চাই মানুষ সচেতন হোক, আর মহাসড়কগুলো নিরাপদ থাকুক। দুর্ঘটনার কারণে প্রতিদিন অকালে ঝরে পড়ছে প্রাণ, যা রোধ করতে এই অভিযান।”
তিনি আরও জানান,“অভিযানে অনেককেই সতর্ক করে ছাড়া হয়েছে এবং কেউ কেউকে সামান্য জরিমানা করে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
অভিযানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএর মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট খুলুদ হাসান, অফিস সহকারী মোহাম্মদ বিপ্লব হোসেন, আলম, আলভী, ট্রাফিক সার্জেন্ট রূপক কুমারসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
দিনাজপুরবাসীর প্রত্যাশা, এই ধরনের সচেতনতামূলক ও কঠোর অভিযান মহাসড়কগুলোকে আরও নিরাপদ করে তুলবে এবং সড়ক দুর্ঘটনার ভয়াল থাবা থেকে রক্ষা পাবে হাজারো  জীবন।
বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৯:৫৩:৫৮ অপরাহ্ন, রোববার, ৬ এপ্রিল ২০২৫
১৪৪ জন দেখেছেন

দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে দিনাজপুরে বিআরটিএর জোরালো অভিযান

আপডেট : ০৯:৫৩:৫৮ অপরাহ্ন, রোববার, ৬ এপ্রিল ২০২৫
সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত দ্রুতগতি ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দিনাজপুর বিআরটিএ। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে আজ সকাল ১০টা ১৫ মিনিটে দিনাজপুর-রংপুর মহাসড়কের আনসার ক্লাব বটতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়লি। তাঁর সঙ্গে ছিলেন বিআরটিএ দিনাজপুরের সরকারি পরিচালক ইঞ্জিনিয়ার এটিএম ময়নুল হাসান, জেলা পুলিশ, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযানে মূলত যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, অযান্ত্রিক যান চলাচল বন্ধ এবং বাসে অতিরিক্ত যাত্রী ও অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়গুলো তদারকি করা হয়। সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬৬ ধারায় ১২টি মামলায় মোট ৯,৫০০ টাকা জরিমানা করা হয়। তবে অভিযানের মূল উদ্দেশ্য ছিল জরিমানা নয়, বরং জনসচেতনতা বৃদ্ধি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়লি বলেন, “আমাদের লক্ষ্য শুধু জরিমানা নয়, বরং জনগণকে বোঝানো—জীবনের চেয়ে সময়ের মূল্য কম। সচেতনতা বাড়লেই দুর্ঘটনা কমবে। জনগণের মাঝে এই বার্তাটি আমরা জোর দিয়ে তুলে ধরছি।”
বিআরটিএর সহকারি-পরিচালক ইঞ্জিনিয়ার এটিএম ময়নুল হাসান জানান,“গাড়ির অতিরিক্ত গতি কোনোভাবেই মঙ্গলজনক নয়। আমরা চাই মানুষ সচেতন হোক, আর মহাসড়কগুলো নিরাপদ থাকুক। দুর্ঘটনার কারণে প্রতিদিন অকালে ঝরে পড়ছে প্রাণ, যা রোধ করতে এই অভিযান।”
তিনি আরও জানান,“অভিযানে অনেককেই সতর্ক করে ছাড়া হয়েছে এবং কেউ কেউকে সামান্য জরিমানা করে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
অভিযানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএর মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট খুলুদ হাসান, অফিস সহকারী মোহাম্মদ বিপ্লব হোসেন, আলম, আলভী, ট্রাফিক সার্জেন্ট রূপক কুমারসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
দিনাজপুরবাসীর প্রত্যাশা, এই ধরনের সচেতনতামূলক ও কঠোর অভিযান মহাসড়কগুলোকে আরও নিরাপদ করে তুলবে এবং সড়ক দুর্ঘটনার ভয়াল থাবা থেকে রক্ষা পাবে হাজারো  জীবন।
বাখ//আর