০২:৩০ পূর্বাহ্ন, রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
মাগুরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরায় “তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি জেলা শাসকের কার্যালয় সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, এসিল্যান্ড দেওয়ান আসিফ প্লে, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, ক্রীড়া সভাপতি বারকি, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,মাগুরা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি সালে আহম্মদ শাকিল , মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রভাষক মোহাম্মদ ফারুক আহমেদ প্রমুখ।
আয়োজনে: জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, মাগুরা।
শালিখা, মহম্মাদপুর ও শ্রীপুর উপজেলতেও অনুরুপ ভাবে দিবসটি পালন করেছে।
বাখ//আর