শাহরাস্তির রঘুরামপুর আঞ্চলিক শাখা জিয়া পরিষদ ক্লাবের উদ্বোধন

শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ৯নং ওয়ার্ড রঘুরামপুর আঞ্চলিক শাখা জিয়া পরিষদ ক্লাবের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৫ এপ্রিল শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৯নং ওয়ার্ড রঘুরামপুর আঞ্চলিক শাখার জিয়া পরিষদ ক্লাব ক্লাব উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক মোজাহার হোসেনের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম বিলাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহিদুল্লাহ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মিলন, যুবদলের সদস্য মাহবুব আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ মনিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিঃ সহ-সভাপতি সাইফুল ইসলাম দিদার, সহ-সভাপতি মোশারফ হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, বিএনপি নেতা কামাল ড্রাইভারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে রঘুরামপুর আঞ্চলিক জিয়া পরিষদ ক্লাবের শুভ উদ্বোধন করেন অতিথি বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন আমাদের দল একটাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান। আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আসতে হলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী দিনের শাহরাস্তি- হাজিগঞ্জ ধানের শীষের কান্ডারী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হককে এ আসন থেকে এমপি নির্বাচিত করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে যে নেতা আমাদেরকে গত ১৭ বছর ফ্যাসিবাদ সরকারের মামলা, হামলা, নির্যাতনসহ সকল কর্মকান্ড থেকে আগড়ে রেখেছেন সেই নেতা লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হককে এ আসন থেকে এমপি নির্বাচিত করব ইনশাআল্লাহ।
বাখ//আর